করোনায় আক্রান্ত হলেন রজত কান্তি গুপ্ত

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ৮:১২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

করোনাভাইরাসে এবার আক্রান্ত হলেন  সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন এবং হোম আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর তার করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, মঙ্গলবার কলেজের ল্যাবে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরমধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ২৩ এবং হবিগঞ্জের ৬ জন রয়েছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি