সব
এফআইভিডিবি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যেহীন আহমেদ এর ৩য় বার্ষিকী উপলক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় সূচনা প্রকল্প অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার এইচকেআই মোঃ ওয়ালিউল ইসলাম, দোয়া মাহফিল পূর্বে যেহীন আহমদ সম্পর্কে স্মৃতিচারন করেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার, ইউনিয়ন কো-অর্ডিনেটর বিশ্বজিৎ কুমার দাস, শামীম আহমদ, সামছুন্নাহার কনা, সলোমন কুয়েদা, মাসুদ পারভেজ, দিপঙ্কর দে, ওয়াল্ড ফিস, এফডিওি মোঃ খবিরুল হাসান। স্মৃতি চারন করতে গিয়ে প্রত্যেকে যেহীন আহমেদ’র বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তারা উনার সম্পর্কে বিভিন্ন ধরণের সফলতা কথা তুলে ধরেন।
সংস্থার জম্মলগ্ন থেকে তার নেতৃত্বে এফআইভিডিবি উন্নয়ন সংগঠন হিসেবে দেশজোড়ে মানুষের আস্থাঅর্জন করেছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বেসরকারী উন্নয়ন কাজের সুশৃঙ্খল একটা ধারা প্রণয়ন ও প্রবর্তনে যে প্রজম্মটি ‘‘প্রথম প্রজম্ম” হিসেবে গণ্য, যেহীন আহমদ সেই পথিকৃৎ প্রজম্মেও একজন। বেসরকারী পর্যায়ের উন্নয়ন কর্মসূচী ও উন্নয়ন সংগঠনের বিকাশ ও দেশব্যাপী বিস্তারের কাজে যেহীন আহমদ তার উদ্ভাবনী মেধা খাটিয়ে তৃনমূলের কর্মসূচী বাস্তবায়ন কৌশলসৃজনে ব্যাপক অবদান রেখেছেন। প্রান্তিক মানুষের শিক্ষা ও জীবন মান উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। ফ্রেইরিয়ান ধারনা ব্যবহার করে বাংলাদেশের বয়স্ক শিখন ও ব্যবহারিক সাক্ষরতা কার্যক্রমের রৃপরেখায়নে অবদান রেখেছেন তিনি। শিখন নির্ভর ও সমৃদ্ধ প্রবহমান একটি সমাজের স্বপ্ন দেখেছেন সব সময়, স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই নিরলস ব্রতী ছিলেন আজীবন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি