সব
ছাতকে একই দিনে দুই কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের একমাস ১০ দিন অতিবাহিত হলে ও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
গত ৩০ মার্চ ভোরে ফজরের নামাজ পড়ার কথা বলে একই সাথে গ্রামের মসজিদে যায় নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের জালাল উদ্দিনের পুত্র ফয়জুল হক (১৫) ও গোদাবাড়ি গ্রামের নানা বাড়িতে থাকা একই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ইজাজুল হকের পুত্র ফয়ছল আহমদ শাকির (১৭)। ওই দিন থেকেই তারা দু’জন নিখোঁজ রয়েছে। অনেক খোজাখুজি করে ও পরিবারের লোকজন তাদের কোন সন্ধান পাচ্ছে না।
নিখোঁজের ঘটনায় ফয়জুল হকের মা গুল বাহার ছাতক থানায় গত ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (নং১০৬) করেছেন। এদিকে ফয়ছল আহমদ শাকিরের নানি রুপতেরা বিবি ও ছাতক থানায় ৪ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (নং২০৫) করেছেন।
থানা পুলিশ ও নিখোঁজ দু’কিশোরের উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ পর্যন্ত তাদের সন্ধান পাচ্ছেনা পুলিশ ও পরিবারের লোকজন।
কোন সুহৃদ ব্যক্তি তাদের সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে ০১৭৪১২৭৫৯৯৫ (গুল বাহার), ০১৩০৭০৩৪৩৮৩ (রুপতেরা বিবি) যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি