এক মাস ১০ দিন ধরে নিখোঁজ ছাতকের দুই কিশোর

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ৮ মে ২০২২, ১০:৫০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ছাতকে একই দিনে দুই কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের একমাস ১০ দিন অতিবাহিত হলে ও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

গত ৩০ মার্চ ভোরে ফজরের নামাজ পড়ার কথা বলে একই সাথে গ্রামের মসজিদে যায় নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের জালাল উদ্দিনের পুত্র ফয়জুল হক (১৫) ও গোদাবাড়ি গ্রামের নানা বাড়িতে থাকা একই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ইজাজুল হকের পুত্র ফয়ছল আহমদ শাকির (১৭)। ওই দিন থেকেই তারা দু’জন নিখোঁজ রয়েছে। অনেক খোজাখুজি করে ও পরিবারের লোকজন তাদের কোন সন্ধান পাচ্ছে না।

নিখোঁজের ঘটনায় ফয়জুল হকের মা গুল বাহার ছাতক থানায় গত ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (নং১০৬) করেছেন। এদিকে ফয়ছল আহমদ শাকিরের নানি রুপতেরা বিবি ও ছাতক থানায় ৪ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (নং২০৫) করেছেন।

থানা পুলিশ ও নিখোঁজ দু’কিশোরের উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ পর্যন্ত তাদের সন্ধান পাচ্ছেনা পুলিশ ও পরিবারের লোকজন।

কোন সুহৃদ ব্যক্তি তাদের সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে ০১৭৪১২৭৫৯৯৫ (গুল বাহার), ০১৩০৭০৩৪৩৮৩ (রুপতেরা বিবি) যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি