একুশের কবিতা আবৃত্তিতে প্রথম হলেন সামিন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপশহরস্থ নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কবি অধ্যক্ষ কালাম আজাদ।

কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারীর সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর সিলেটের সভাপতি কামরুল ইসলাম দিপু, উপাধ্যক্ষ ওমর শরীফ নোমান।

এদিকে, বুধবার শ্রেণি ভিত্তিক একুশের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সামিন রহমান আদিয়ানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, উপাধ্যক্ষ ওমর শরীফ নোমান, শিক্ষিকা রাহিমা সুলতানা লিলিসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি