এইচ বি রিতার কবিতা ‘ধুলোরা গল্প বলে’

এইচ বি রিতা;
  • প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

ধুলোরা গল্প বলে

আমার সম্মুখ পথ-ধুলোময়
প্রতিটি পদক্ষেপে ধুলোদের গর্জন আমাকে
অভ্যর্থনা জানায়।
সামনে বাড়তেই ধুলো আমার হাঁটু কামড়ে ধরে
রুষ্ট সূর্য আমার ত্বক কালচে করে দেয়
বায়ু-শুষ্কতা নিয়ে ঘন হয়, চুলের বাঁধন খোলে দেয়।
ভীত আমি কিছুক্ষণের জন্য থেমে যাই
বাতাসের নিঃশ্বাস নিতে গেলেই ধুলোগুলো
নেচে ওঠে
প্রতিটি পদক্ষেপের সাথে, একটি গান রচনা করে।
রাস্তা দীর্ঘ, গন্তব্য জানা নেই
প্রতিটি পদক্ষেপে আমার পা দুটো আটকে যায়
ধুলোর সাথে
তারপর তারা খিলখিলিয়ে হেসে ওঠে
একটি পুরানো গল্প বলতে শুরু করে, যেখানে
কারও জীবন বিপন্ন হয়েছিল কোনো এক গ্রীষ্মের সকালে।
আমি কান পেতে শুনি ধুলোদের গল্প
প্রতিটি পদক্ষেপের সাথে, এক একটি নতুন গল্প
একটি ইতিহাস-যা ধুলোরা জন্ম দিয়েছিল।

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি