সব
নগরীর উপশহরস্থ এফ ব্লক এলাকায় সিলেট মেট্রপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের পনের গজ সামন থেকে আ. শহীদ নামের এক ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বখাটেরা। এ সময় বখাটেরা তাকে মারধরও করে ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আ. শহীদ জানান, উপশহরের বাসিন্দা ইমরান আহমেদ চৌধুরী উনার ‘সালেহ স্টেশনারী দোকান’ থেকে এক হাজার টাকার জিনিস বাকি নিয়েছিল। বাকি টাকা ফেরত না দিয়ে পুনরায় আবার জিনিস কিনতে আসলে বাকি দিতে অসম্মতি প্রকাশ করায় ইমরান আরো তিনজনকে নিয়ে দোকানে এসে উপর্যুপরি মারধর শুরু করে এবং ক্যাশ থেকে নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আশেপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে ফার্মেসীতে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, ইমরান আহমেদ বখাটে প্রকৃতির এবং এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা রয়েছে।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাত সাড়ে বারোটার দিকে একজন ব্যবসায়ী অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি