সব
সিলেটে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস। এতে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী।
শনিবার (৭ মে) সকাল ছয়টার দিকে সিলেট ও ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝবর্তী লালমাটিয়া এলাকার কাছে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন শনিবার সকাল ছয়টায় লালমাটিয়া এলাকায় ইঞ্জিন বিকল হওয়ার পর আটকা পড়ে। এ অবস্থায় যাত্রীরা চরম দুর্ভোগের মাঝে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে তাদের গন্তব্যে যাত্রা করে। পরে সকাল সাতটার দিকে একটি বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে নেয়া হয়।
আরও জানা যায়, তবে এসময়ের মধ্যে অন্যকোন ট্রেন চলাচলের শিডিউল না থাকায় রেল যোগাযোগে কোন বিঘ্ন ঘটেনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি