উদ্দীপ্ত সিলেটের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের সেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত সিলেট’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়। সাংবাদিক কামরুল ইসলাম মাহির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাজ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

উদ্দীপ্ত সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আবিদ কাওসারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সরকারী অধ্যাপক প্রনবকান্তি দেব, বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান, গল্পকার ও অভিনেতা মিনহাজ ফয়সল, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য রাহাত আহমদ তামিম। উদ্দীপ্ত সিলেটের সিনিয়র সদস্য কামাল হোসেন খাঁসেনর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হৃদপিন্ড সিলেটের সদস্য এনাম আহমদ, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংস্কৃৃতিক সংগঠন ‘মোহনা’র সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, বাংলাদেশ পল্লী ফোরাম-সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সংগঠক ওলিউর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানজিনা চৌধুরী সাথী, সৈয়দা পিংকী আক্তার, সাংবাদিক বুশরা নুর, মেহদি আহমেদ, আদনান বিল্লা, মাহফুজ আলী মারুফ, রাজ আহমেদ, গোলাম আফজাল নাদির, বীর মোজাহিদ, সজিব আহমেদ, সমাজকর্মী সাইদুর রহমান, তাছনিমা আক্তার, জেনি পপি, মুহিবুর রহমান সুয়েব প্রমুখ। আলোচনা সভাশেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেকে কাটেন আমন্ত্রিতরাসহ সংগঠনের সদস্যবৃন্দ। পরে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

প্রসঙ্গত, উদ্দীপ্ত সিলেট ২০১৭ সালের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি অসহায় রোগীকে স্বেচ্ছায় রক্তদান ও ম্যানেজ, ব্লাড ডোনেশন প্রোগ্রাম, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণসহ নানান সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি