সব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বালিকান্দি মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফর ইভার আয়োজনে এবং ইতালী আওয়ামী লীগ নেতা, জজগন্নাথপুরের মজিদপুর গ্রামের বাসিন্দা মজনু আলীর অর্থায়নে জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক অমিত দেবের সভাপতিত্বে ও ফ্রেন্ডস ফর ইভার মারজুম আহমদ রাজ’র পরিচালনায় বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখক-রাজনীতিবিদ মুক্তাদীর আহমদ মুক্তা।
বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল আহমদ, তরুন আইনজীবি সাংবাদিক এ আর জুয়েল, বাংলাদেশ পল্লী ফোরাম’র চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান।
সভায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক কামরুল ইসলাম মাহি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক সজীব আহমেদ, সমাজকর্মী ছামির উদ্দিন, আওয়ামীলীগ নেতা কুহিনুর রহমান, ফ্রেন্ডস ফর ইভার কামরুজ্জামান, জাহেদ আহমদ, ইকবাল হোসেন, রুমেন আহমদ, রাম , কামাল আহমদ, রায়হান আহমেদ, কাওছারুল ইসলাম, বদরউদ্দিন কামরান, রুমেল আহমেদ, ইকবাল হোসাইন প্রমুখ।
পরে এলাকার ১০ জন প্রতিবন্ধীদের মধ্যে নগদ দুই হাজার টাকা করে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি