সব
“গাছ লাগান পরিবেশ বাচান”এই স্লোগান নিয়ে জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মধ্যদিয়ে যাত্রা শুরু করেছে ইউনিটি অফ জকিগঞ্জ এসোসিয়েশন নামে একটি অরাজনৈতিক সংগঠন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ইছামতি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মো:হানিফ উদ্দিন সুমন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জামিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মো: জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ড: হাবিবুল্লাহ বাহার সহ অন্যন্য শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জকিগঞ্জে অনেক সামাজিক সংগঠন কাজ করছে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সবমসময় গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে করে কোন মেধাবী ছাত্র-ছাত্রীরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয়।তিনি বলেন, আজকে যুব সমাজ মাদকাসক্ত হয়ে গেছে, তোমাদের মতো যারা সামাজিক সংগঠন নিয়ে কাজ করো চাইলেই যুব সমাজ কে মাদক মুক্ত করতে পারবে। পরে তিনি সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। এ সময় ইউনিটি অফ জকিগঞ্জ এসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃজাকির হোসেন, আব্দুল মুকিত, জাকির হোসাইন, মাসহুদুল হক, খালেদ আহমদ, কাজী জুবের আহমদ, আতাউর রহমান, সোহেল আহমদ, হাবিবুর রহমান, আলী হোসেন, রাসেল আহমদ, কাউছার আহমদসহ প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি