সব
তুমি কবি,শিক্ষক,ডাক্তার,
সমাজের কর্ণধার…
কত কূটকৌশলে
স্বাক্ষী দিচ্ছ হীনতার।
জলসা বা আড্ডায়
জ্ঞানহীন সত্ত্বায়…
সত্যকে ঢাকছো মিথ্যায়
এখানেই তোমার পরাজয়।
বিবেকের বিচারে
নীতি বোধ আচারে,
হাততালি দিচ্ছ ঈর্ষায়…
মানুষ কী তোমাকে বলা যায়?
পশুত্বের দীপ জ্বেলে…
কেউ তারে সাধু বলে,
কেউ বলে জ্ঞানের বাতিঘর…
আমি শুধু বলি – জানোয়ার।
সর্বোপরি মানুষ তুমি
ঈর্ষা তোমার ভূষণ নয়…
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
আসল মানুষ হতে হয়।
আসলেই কি মানুষ হবে?
পরশমণি দেখে নাও…
জগৎ মাঝে জগৎ গড়তে
মানুষ নামের শিক্ষা নাও…
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি