সব
আয়েশা মুন্নি
আকাশের উন্নিদ্র উদ্যানে
রৌদ্রছায়ার পদাবলিতে
প্রত্নতাত্ত্বিক প্রমোদ সময়ে
সবুজ পাতার শুভেচ্ছাস্নানে
জারিত দিনপঞ্জি।
আত্মার অকৃত্রিম আবিরে রাঙানো অস্তরাগ সূর্যটাও
প্রকৃতির প্রমোদ তরীতে,যখন মতিভ্রমে শব্দকুঞ্জে
অন্তহীন পদচ্ছাপে মৌণ প্রার্থনারত।
প্রত্নতাত্ত্বিক প্রমোদ সময়ে জলপাই রঙা বিকেলের মগ্নতায়
ঐ আকাশের এক টুকরো মেঘ হতে চেয়ে
উড়িয়েছি সুখ শাড়ির আঁচলে…
ঝড় চাই, ঝড় দাও
বজ্র চাই না, বৃষ্টি চাই না
ভস্ম উড়িয়ে সবটুকু ভালবাসা আমার চাই,
ভ্রমের মতিভ্রম হোক তোমার আমার প্রমোদ বিহারে।
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি