আয়েশা মুন্নি’র কবিতা ‘শিশমহল’

;
  • প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ৫:০০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শিশমহল

আয়েশা মুন্নি

শূণ্যপুরানের ঘোরলাগা সন্ধ্যায়
পুন্ড্রনগরের পণ্ডিতরা কি জেনেছিল
অন্দরে তার প্রাগৈতিহাসিক সংসার!
স্মৃতির সংলাপ বিমুখতার ধ্যানে
অকস্মাৎ পিছু ডাকে কিছু উপভোগ্য গল্প,
খেরোখাতায় যা সঙ্গিবিহীন সময়ের ঋণ।
অগোছালো জীবনের ভাঁজে ভাঁজে
প্রাণোচ্ছল রমণির শিরোনামহীন খবর
নিগুঢ় রূপালি জোছনায় ভেসেছিল কালের স্রোতে।

সোনার ছিটকিনিতে পিতলের প্রলেপ দেয়া কপাট,
ভেতরে কাঁচের দেয়াল বেষ্টিত ভারি বাতাসে আটকেছিল দম,
শিশমহলের নগ্ন মেঝেতে জ্যামিতিক ছকে যে অপ্সরী দেহভাঁজে পড়ে ছিল,
তাকে দেখে লাগছিল সে যেন ঠিক
স্থাপত্য মননে স্থপতি।
আর নেপথ্যে …
চৌম্বকীয় কক্ষপথের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে
তন্ত্রের সাধক উচ্চশিরে সিদ্ধপুরুষ।

 

বই – রঙিন রোদচশমা

 


প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।


 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি