আয়েশা মুন্নি’র কবিতা ‘নীল স্মৃতির ইতিকথা’

আয়েশা মুন্নি;
  • প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১:২৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নীল স্মৃতির ইতিকথা

আয়েশা মুন্নি

একদিন হঠাৎ করেই বলেছিলে
“তোমার আছে অনেক নীল”।
আমি হেসেই বলেছিলাম…
এ নীল মরিচিকা, ভ্রান্ত
আকাশের প্রতিবিম্ব।
তুমি শোননি, অনুমতি বিহীন
নীল সাগরে অবগাহন করলে…
তুমি কি এও জানতে না?
তোমাকে না বলার শক্তি
আমার পুরোপুরি মৃত!
তুমি স্বেচ্ছায় সাগরে ডুব দিলে
আর রুপোলী জ্যোৎস্না দেখালে আমায়!
এত সুন্দর জ্যোৎস্না আমি আগে কখনো দেখিনি।
মনে হয়েছে রাশি রাশি পদ্ম যেন
পাপড়ি মেলেছে টলটলে দিঘীর জলে।
তারপর হঠাৎ কি যে হলো!
তুমি মৃত বৃক্ষ হয়ে গেলে,
তখন আমি জোয়ারের টানে ভেসে গেছি, বহুদূরে।
হৃদয়ে ক্রমশ জমে উঠেছিল অদ্ভূত নীল রঙ।
এই নীল…
সাগরে নেই, আকাশে নেই
নেই শিল্পীর তুলিতে কিংবা ক্যানভাসে।
পৃথিবীর সমস্ত নীল হার মানল একসময়
আমার হৃদয়ের নীলের কাছে।
পেছনে ফেরবার আর কোন পথ নেই আমার।
তাই…
নীল জ্যোৎস্নার ডুব সাঁতারে,
নিজেরই নীলে আকন্ঠ ডুবে,
বিষাক্ত হই প্রতিনিয়ত।
“তুমি কি তা জান”?

বই – স্বপ্নশব

 


প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।


 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি