আয়েশা মুন্নির কবিতা ‘ঈদের খুশির একাল সেকাল’

আয়েশা মুন্নি;
  • প্রকাশিত: ২ মে ২০২২, ১১:২৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

                           ঈদের খুশির একাল সেকাল

ঈদের খুশির আনন্দ আজ
পাই না খুঁজে তেমন
ছেলেবেলায় নতুন জামার
খুশিটা ছিল যেমন।

অতীত ছিলো স্বপ্ন রঙিন
ছিলাম দামাল ছেলের দল
পাড়ায় পাড়ায় ঘুরতাম সবে
করে, মধুর কোলাহল।

এখন যেন ঈদের খুশি
চার দেয়ালে বন্দি
একাল সেকাল মন মিলাতে
হয় না কোনো সন্ধি।

হয় না এখন কোলাকোলি
সুখ – দুঃখ ভাগাভাগি
ব্যস্ত সময় পাথর মানুষ
সদা সমাজ বিবাগী।

একাল ফিরিয়ে নাও সভ্যতা
দাও ফিরিয়ে সেকাল
গরীব দুঃখী সবাই মিলে
তুলি আনন্দ কলরোল।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি