আস্তমা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১১:২৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দক্ষিণ সুনামগঞ্জের আস্তমা গ্রামের উন্নয়ন ভাবনায় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা ও শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়।

সভায় তাজমুল আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাকিল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ তারেক, ডিএসবি পুলিশ কর্মকর্তা জিয়াউর রহমান,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইজহার আহমদ,সমিতির সদস্য আজিজুল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আস্তমা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার।

সভা শেষে আস্তমা গ্রামের ৭০ টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অথিতিবৃন্দ ।এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বি আরজক আলী, খালিক মিয়া, নুর মিয়া, আব্দুল হক, আঃ মতিন, শওকত আলী, বিলাল আহমদ, হেলাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি