আল-জাজিরার প্রচারিত সংবাদের বিরুদ্ধে ছালেহ আহমদ সেলিম’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বিশ্ব বিতর্কিত সংবাদ মাধ্যম আল-জাজিরা নামক টেলিভিশনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিরোধী সংবাদ প্রচারের বিরুদ্ধে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ।

নগরীর শাহজালাল উপশহর এবিসি পয়েন্ট থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপশহর ই-ব্লক পয়েন্টে মিছিল পরবর্তী মহানগর আওয়ামী লীগ নেতা এস,এম ফয়ছল ছাদ এর সভাপতিত্বে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের পরিচালনায় পথ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী এনাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাফরান জামিল, মহানগর যুবলীগ নেতা জাহির উদ্দিন, হুমায়ুন রশিদ সুমন, মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এই চ্যানেলটি উগ্রবাদী মতাদর্শে পরিচালিত ও সেই রাজনৈতিক মতাদর্শের মুখপত্র। এই মিডিয়া নারীর ক্ষমতায়নের বিরোধী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ধর্মীয় উস্কানি ও হলুদ সাংবাদিকতা এছাড়া বিভিন্ন দেশ বিরোধী সংবাদ ও তথ্য উপস্থাপনের অভিযোগে ২০১৫ সালে দেশটিতে বন্ধ করে দেওয়া হয় আল-জাজিরার সম্প্রচার।

১৯৯৬ সালে সম্প্রচার শুরুর পর থেকেই নানা সময় বিতর্কিত ও ভিত্তিহীন খবর প্রকাশের অভিযোগ ওঠে কাতারভিত্তিক এই টেলিভিশন নেটওয়ার্ক আল-জাজিরার বিরুদ্ধে। আঞ্চলিক প্রভাব বিস্তার ও আরব দেশগুলোতে সরকার পরিবর্তনের জন্য চ্যানেলটিকে ব্যবহার করতো কাতার সরকার। ২০০৯ সালের পর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে অপপ্রচার করে চলেছে এই আল-জাজিরা সংবাদ মাধ্যম।তাদের সংবাদ পরিবেশনায় বর্তমান সরকার সম্পর্কে নেতিবাচক খবর সবসময় স্থান জুড়ে বসেছে।

এডভোকেট ছালেহ আহমদ সেলিম আল-জাজিরা টেলিভিশন কে বাংলাদেশ সরকারের মাধ্যমে অতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানান। এসময় আরোও উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা হাজী বাহার উদ্দিন,জালাল উদ্দিন,সিরাজ উদ্দিন খান,জয়নুল হক,রেজওয়ান আহমদ,২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল চৌধুরী, সিদ্দিকুর রহমান,সাহেদ আহমদ পলাশ,শামীম আহমদ সাহেদ, ২২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এরশাদ আহমদ,সাধারণ সম্পাদক সুমন আহমদ,যুবলীগ নেতা মিন্নত আলী,রিপন আহমদ,তাহের আহমদ, কুনু মিয়া,শাহিন আহমদ হৃদয়, আরজু আহমদ, আল-আমীন,মহানগর ছাত্রলীগ নেতা রুহুল আমিন,ইয়াহইয়া আলম মুন্না,শেখ তারেক,তাশফিক মেহদী জয়, ফাহিম আহমদ,আসিফুল হক, রাহাত,ইয়াদি চৌধুরী,নাবিল আহমদ,রনি আহমেদ সহ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি