আর্থিক অনুদান পেলো সিলেটের দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান

সিলেটডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ২:৪০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ ও কেমুসাস ভাষা সৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরকে আর্থিক অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৮ জুলাই) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংগঠন দুটির দায়িত্বশীলদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জেলা প্রশাসকের কাছ থেকে চেক গ্রহন করেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও কেমুসাস ভাষা সৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব বলেন, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় চারুশিল্প প্রতিষ্ঠান, থিয়েটারসমূহ ও অন্যান্য অনুদান খাত থেকে বিভিন্ন জেলায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দেয়া হয়। এরই অংশ হিসেবে বুধবার সিলেটের দুইটি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান করা হলো। সিলেট জেলায় সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য রক্ষায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি