সব
সিলেট নগরীর জল্লাড়পাড়ে আরমান হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি ) এলাকাবাসীর উদ্যোগে নগরীর জল্লাড়পাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার সর্বস্তরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। এছাড়াও নিহত আরমান হোসেনের মা-বাবা এবং আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা আরমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে আরমান হত্যাকাণ্ডের সাথে প্রকৃতভাবে জড়িত সকল খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মানববন্ধনে নিহত আরমান হোসেনের পিতা আবুল কালাম আজাদ অশ্রুসিক্ত হয়ে তার সন্তান হত্যার বিচার চান সেই সাথে সবাইকে তাদের পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ( নিহত আরমানের পিতা, স্বপ্না বেগম (নিহত আরমানের মাতা), গৌরাঙ্গ চন্দ, আহবাব মিয়া, সজল দাস অনিক, জাকারিয়া আহমেদ, জায়েদ আহমেদ, নজরুল ইসলাম, নূরউদ্দিন আহমেদ, রুবেল আহমেদ, বাপ্পা চন্দ, জুবেল আহমেদ জিসান, সোহেল আহমেদ, মিথুন রায়, সৈয়দ আরিফ, অমিত দাশ, শিবু দাস, বোরহান, তারিফ আহমেদ, বাপ্পা চন্দ প্রমুখ।
এছাড়া এলাকার সর্বস্তরের বাসিন্দারা উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি