সব
একটি নক্ষত্রের খোঁজে
একটি নক্ষত্রের খোঁজে শত আলোকবর্ষ দূরে
কতবার দৃষ্টিকে রেখেছি নিশুতি রাতে
উল্কাপাতে কতবার ঝরেছে তাজা রক্ত…
আমার পরিভ্রমণ বারবার ব্যর্থ হয়েছে…।
একটি নক্ষত্রের খোঁজে…
চেতনায় জাগে অব্যর্থ ইচ্ছা
কষ্টে মাখা রাত খোঁজে মন,
এ আঁধার রাতে সেই নক্ষত্রের আলো চাই।
বিচ্ছুরিত স্বপ্নগুলো উষ্ণীয় প্রস্রবণে
বারবার জমাট বাঁধে মনের তোরণে,
আশা দুরাশার দেয়াল ডিঙিয়ে আজও খুঁজি
আমার প্রিয়- মানবিক একটি নক্ষত্র।
অতঃপর, অতিক্রান্ত সময়ের সফল অভিযান
সাধনাময় নক্ষত্রে নতুন সকাল সূচিত…
মেঘ গলে চাঁদ ওঠা এ আমার পৃথিবী নয়
অসীম শূন্যতায় আমি এখন ভীন গ্রহবাসী।
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি