আমার ডাইরি

সুমাইয়া আক্তার;
  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০, ৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

আমার ডাইরি
……সুমাইয়া আক্তার

আমার ডাইরি জানে
আমার মনের সকল কথা,
ঐ ডাইরিতে আছে
আমার না বলা কত ব্যাথা।

ঐ ডাইরিতে লেখা
বিচিত্র সকল কবিতা,
আমার ডাইরি ভরা
কত ফুলের পাপড়ি আর পাতা।

ঐ ডাইরিতে আছে
আবদ্ধ আমার সব কাব্য,
ঐ ডাইরিতে আছে
মা এর ভালোবাসার পদ্ম।

আমার ডাইরির ভিতর
জমা আছে কত না স্মৃতি,
ঐ ডাইরিতে আছে
ভালোবাসা সকলের প্রতি।

 

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি