আমরা বিজয় দেখেছি

অহী আলম রেজা;
  • প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বিজয়ের মাসে আমরা বিজয় দেখেছি। এ বিজয় সুনামগঞ্জ তথা সিলেটবাসীর। এ বিজয় জনতার। সামনের দিকে এগিয়ে যাওয়ার পাথেও এ বিজয়।

বিজয়ের মাসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী, বর্ষিয়ান জননেতা আব্দুস সামাদ আজাদের সুযোগ্য উত্তরসুরী আজিজুস সামাদ আজাদ ডন।

আওয়ামী লীগের সন্তান হিসেবে এ পদ তার অধিকার। তিনি রাজনীতি করতে চেয়েছেন, মানুষের পাশে থাকতে চেয়েছেন। তাঁর এ প্রাপ্তিতে প্রথমত বিজয় দেখেছে সুনামগঞ্জের মানুষ, বিজয় দেখেছি আমরা যারা শুভাকাঙ্ক্ষী, শুভনুধ্যায়ী, স্বজন।

সদস্য নির্বাচিত হয়েই তিনি ছুটে গেছেন বাবার কবর জিয়ারতে, কর্মিসমর্থক নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতসহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। পরিবারের সদস্য পূণ্যভূমি সিলেটে এসেই আওয়ামী লীগের প্রয়াত ও প্রবীণ নেতাদের বাসায় ছুটে গেছেন।
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান শেষে জনসভায় বক্তব্য রেখেছেন। এর আগে দিনভর নৌকার পক্ষে গণসংযোগ করেছেন।

সুনামগঞ্জের দিরাইর পৌরসভা নিঅবাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন আজিজুস সামাদ ডন। ২৫ ডিসেম্বর দিরাই শহরের অলিগলি চষে বেড়িয়েছেন নৌকার পক্ষে। মান অভিমান থাকলেও আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঠে নামিয়েছেন।

রাতে এক জনসভায় তিনি বলেছেন, এ অঞ্চলের মানুষ আমার বাবাকে বার বার ভোট দিয়েছেন, আমি কড়জোড়ে মিনতি করছি, এইবার আমাকে নৌকা মার্কায় ভোট দেন। উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিলে দেশ এগিয়ে যাবে।

সোমবার দিনব্যাপী ভোটগ্রহন শেষে বড়লেখায় বিপুল ভোটে নৌকার প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও দিরাইয়ে বিশ্বিজৎ চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

রাতে এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেন, এ বিজয় জনতার। জননেত্রী শেখ হাসিনার আস্তার প্রতি এ বিজয়। নৌকায় ভরসা রাখলে দেশের, দেশের মানুষের উন্নয়ন হবেই। এ বিজয় অব্যাহত থাকুক আগামির জন্য- জয়তু আজিজুস সামাদ আজাদ ডন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি