আমদানি-রপ্তানি শুরু তামাবিল স্থল বন্দরে

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১০:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

অবশেষে চাঙ্গা হচ্ছে আমদানি-রপ্তানি। ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ ৬মাস বন্ধ থাকার পর সিলেট তামাবিল স্থলবন্দরে সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় চালু হয় আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে প্রথম দিন বাংলাদেশ থেকে কোন পণ্য রপ্তানি না হলেও ভারত থেকে পণ্যসামগ্রী নিয়ে বাংলাদেশে আসে ৪টি মালবাহী ট্রাক।

বিষয়টি নিশ্চিত করেন তামাবিল স্থলবন্দরের কর্মকর্তা রুহুল আমিন। তিনি জানান, দীর্ঘ দিন পর সোমবার (১৭ আগস্ট) থেকে আমদানি-রপ্তানি চালু হয়েছে। বাংলাদেশ থেকে ওইদিন কোন মালবাহী ট্রাক ভারতে যায়নি। তবে ভারত থেকে ৪টি মালবাহী ট্রাক স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করেছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থল বন্দর চালু হয় স্বাস্থ্যবিধি মেনেই। বাংলাদেশ থেকে ১/২ দিনের মধ্যেই ভারতে পণ্যসামগ্রী রপ্তাতি শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি