সব
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র পদে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নারকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু বেসরকারিক ভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বেসরকারীভাবে এই ফলাফল ঘোষনা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন।
নির্বাচনে তিনজন মেয়র প্রার্থীর মধ্যে মহসিন মিয়া নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৮৯ ভোট, এবং তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মনোনীত সৈয়দ মনসুরুল হক নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৫৩২ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী শেষ আছাদ উদ্দিন আহমেদ মোবাইল ফোন নিয়ে পেয়েছেন ২২১ ভোট।
কাউন্সিলর পদে নির্বাচিত হন ১নং ওয়ার্ডে মো. আলকাছ মিয়া (উট পাখি), ২নং ওয়ার্ডে আব্দুল জব্বার আজাদ (পাঞ্জাবী) ৩নং ওয়ার্ডে মো হানিফ চৌধুরী (উট পাখি), ৫নং ওয়ার্ডে মসুদুর রহমান মসুদ (উটপাখি), ৬নং ওয়ার্ডে কাজী আব্দুল করিম (উট পাখি) ৭নং ওয়ার্ডে মীর এম এ সালাম (পাঞ্জাবী), ৮নং ওয়ার্ডে মো মো ছাদ উদ্দিন (পাঞ্জাবী) ৯নং ওয়ার্ডে চয়ন কুমার রায় (উট পাখি) বিজয়ী হন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ নং ওয়ার্ড থেকে বিজয়ী হন মো জাহাঙ্গির আলম সোহাগ।
সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নং-ওয়ার্ড থেকে তানিয়া আক্তার (আনারস), ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে রোকেয়া পারভিন (আনারস) ৭.৮ ও ৯ নং ওয়ার্ড থেকে শাহানা জামান (আনারস) প্রতীকে বিজয়ী হন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি