আবারও মরণফাঁদ পাড়ুয়া ব্রীজ

ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ;
  • প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

আবারও মরণফাঁদ সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া ব্রীজের স্প্যানশন জয়েন। কাজ সংস্কার হয়েছিল ২০২২ সালের ১৬ অক্টোবর ও ১৫ নভেম্বর।

১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত থেকে স্প্যানশন জয়েন্ট নেই, তাতে গর্ত তৈরি হয়েছে। ব্যস্ততম এই সড়কের স্প্যান না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ব্যবসায়ী জুয়েল আহমেদ বলেন, ব্রীজের স্প্যানশন জয়েন্ট এর প্লেট না থাকায় ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়, তাতে চালক ও যাত্রী আহত হয়েছেন, বিপদজনক ব্রীজ।

সিলেট সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, এর আগেও আমরা দুইবার এ বীজের স্প্যানশন লাগিয়ে দেওয়া হয়েছে, রাতের আধার চুরি যায়। থানায় জিডি করে দ্রুত স্প্যানশন লাগিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি