আটক ব্যাটারি রিকশা ছেড়ে দিন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১ জুন ২০২১, ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট সিটি করপোরেশন কর্তৃক আটক ব্যাটারিচালিত রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।

মঙ্গলবার (১ জুন) বিকেল ৪টায় আম্বরখানা পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শহিদুল ইসলাম, রিয়াজ আহমেদ, জসিম, তাজুল ইসলাম, কুরবান, মঞ্জু, সুরুজ, নাজমুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা আটক শ্রমিক স্বার্থবিরোধী পদক্ষেপ। করোনার কারণে এমনিতেই বেকারের সংখ্যা বাড়ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে। সেখানে নিজের উদ্যোগে শ্রমিকরা ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে।

ব্যাটারিচালিত রিকশা আটক অমানবিক মন্তব্য করে অবিলম্বে সিলেট সিটি করপোরেশ কর্তৃক আটক রিকশা ছেড়ে দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি