সব
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন না মানায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে আজমিরীগঞ্জ সদর বাজারে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করার দায়ে মোদক স্টোরকে ৩ হাজার টাকা ও শান্তা স্টোরকে ২ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে এসআই ইমরানের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি