আজমিরীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আজমিরীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ৫:১৩ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে আইরিন আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের শ্রীকান্দায় এই দুর্ঘটনা ঘটে।

শিশু আইরিন আক্তার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের একরাম হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আইরিন বুধবার সকালে রান্নার পাতিল নিয়ে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পানিতে রান্নার পাতিল ভাসতে দেখে ওই স্থান থেকে আইরিনকে মৃত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা।

পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই ইকবাল হুসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি