সব
হবিগঞ্জের আজমিরিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার শিবপাশা ইউনিয়নের শিবপাশা গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার বেলা ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- শিবপাশা গ্রামের তাতিপাড়ার আব্দুল আহাদ চৌধুরী কাচু মিয়ার সাথে প্রতিবেশী জাফু মিয়া ও শিপন মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল।
এব্যাপারে কিছুদিন আগে আব্দুল আহাদ প্রতিপক্ষের বিরুদ্ধে আজমিরিগঞ্জ থানায় একটি জিডি করেন। এরই জের ধরে শনিবার জাফু মিয়া ও শিপন মিয়ার লোকজন আব্দুল আহাদ কাচুর ভাইকে মারধর করে। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় জয়তারা বিবি ( ৪০), আবু তাহের (৩৫), নজরুল ( ৫২), হামিদুল (৩৫) ও আব্বাস মিয়া ( ৬০)কে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শিবপাশা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আলী আশরাফ বলেন, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি