সব
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জে সদ্যপ্রতিষ্ঠিত আছিরগঞ্জ গণপাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে বুধবার।
সেদিন দুপুর ২টায় পাঠাগার কার্যালয়ের উদ্বোধন করবেন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, গোলাপগঞ্জের ১০ নম্বর উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোশতাক আহমদ, ৮ নম্বর তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদসহ স্থানীয় সুধিজন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব ও সদস্যসচিব সালেহ আহমদ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি