সব
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জে একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠার লক্ষে সার্বিক তৎপরতা শুরু হয়েছে।
ধারবাহিক কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় সিটি মার্কেটে এলাকার সচেতন মানুষজনকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব।
সূচনা বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রউফ, আব্দুল খালিক মাষ্টার, ছালেহ আহমদ মাষ্টার, এনাম উদ্দিন, সালেহ আহমদ, আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, আবু তাহের মোহাম্মদ ইয়াহইয়া, ইমাম উদ্দিন মাষ্টার, আব্দুর রহমান, দেলোয়ার হোসেন শিপলু, জাহেদ হোসেন, জাহিদ হোসেন ও যুল হাসনাইন মোহাম্মদ জাফর ফুরকানী হানিফ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে আছিরগঞ্জে একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নিতে কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবকে আহ্বায়ক ও উপস্থিত অন্যান্যদের সদস্য করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি