আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডা. ইহতেশামুল হক চৌধুরী

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৬ জুন ২০২১, ১১:৩২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ)’র মহাসচিব, প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক কেন্দ্রীয় স্ট্রিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রবিবার (০৬ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ, চিকিৎসক সহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, অসাম্প্রদায়িক রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের দৃড় প্রত্যয় নিয়ে আমি সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। আমার উদ্দ্যেশ্য- “নেত্রীর স্বপ্ন, আমার পণ, স্বাস্থ্য-শিক্ষা-গ্রাম উন্নয়ন”।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি