অবৈধ পার্কিং ঠেকাতে গিয়ে হামলার শিকার পুলিশ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

রাস্তার উপর অবৈধ পার্কিং ঠেকাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলার শিকার হলেন এটিএসআই এমদাদ নামে সিলেট মহানগর ট্রাফিক পুলিশের এক সদস্য।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইমার্জেন্সি গেটের বাইরের সড়কে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

জানা গেছে- সিলেট ওসমানী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক দখল করে দীর্ঘদিন থেকে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড করে নিয়েছেন চালকরা। এমন বাস্তবতায় শনিবার রাত ৯টার দিকে এটিএসআই এমদাদ হোসেন অবৈধ স্ট্যান্ডের অটোরিকশা সরিয়ে নিয়ে যেতে বললে ওখানে থাকা চালকরা এতে বাধা দেয়। এর এক পর্যায়ে উত্তেজিত চালকরা অটোরিকশা না সরিয়ে এএসআই এমদাদ হোসেনের উপর হামলা চালায়। এসময় তারা ওই ট্রাফিক সদস্যকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় একদল পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিয়ে কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন- ‘ঘটনার খবর পেয়ে আমরা ওই পুলিশ সদস্যকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে ট্রাফিকের ডিসি ফয়সল মাহমুদ বলেন- ‘নগরীর সড়কের শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ অবস্থায় রাস্তায় অবৈধ সিএনজি পার্কিং করতে নিষেধ দেওয়ায় আমাদের পুলিশ সদস্য এটিএসআই এমদাদ উপর হামলা চালায় সিএনজি চালকরা।’

পুলিশের কাজে বাঁধাদানের অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি