সব
কয়েকদিন আগে খুবই সাজিয়ে-গুজিয়ে তোলা হয়েছিলো বন্দরবাজার-চৌহাট্টা সড়কটি। সড়কের চৌহাট্টস্থ শহিদমিনার সম্মুখে নানা প্রজাতির ফুল ও আলোকসজ্জায় সাজানো হয়েছিলো সড়কের ডিভাইডার। মানুষজনও আগ্রহ নিয়ে ও সুন্দরের সাথে দলবেধে ছবিও তুলেছেন। কিন্তু আজকাল যত্ন ও তদারকি ছাড়া ফুলের বদলে আগাছায় ছেঁয়ে গেছে। চৌহাট্টা এলাকা থেকে ছবিটি তোলা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি