অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহরগ্রাম-শিকপুর সেতু

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৯ আগস্ট ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বহুল প্রতিক্ষিত কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম-শিকপুর সেতু অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। সিলেট-৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উপর বাস্তবায়ন হতে যাচ্ছে।

নাহিদ এমপির নির্দেশনায় সেতু বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকালে পরিদর্শনে আসেন সিলেটের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ ও গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক এমদাদ রহমান, বুধবার বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, এ সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় আড়াইশো কোটি টাকা। সকল পরিক্ষা নিরীক্ষা শেষে খুব শীঘ্রই সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি