অপপ্রচারের জবাব দিতে ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

বাংলাদেশের সব রাষ্ট্রদূতদের দেশবিরোধী যে কোনো প্রচারণার জবাব দিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রাষ্ট্রদূতদের উদ্দেশে তিনি বলেন, অপপ্রচারের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জবাব পেতে ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না। আপনারা দেশের প্রতিনিধিত্ব করছেন, তাই স্বতঃস্ফূর্তভাবে জবাব দিন।

সোমবার সন্ধ্যায় বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তৃতাকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের রাষ্ট্রদূতরা অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে ঢাকার অনুমতির অপেক্ষায় থাকেন বলে জানান মন্ত্রী।

এসময় দেশবিরোধী প্রচারণার বিরুদ্ধে জবাব দিতে রাষ্ট্রদূতদের ঢাকার নির্দেশের অপেক্ষায় না থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের সময়ই নির্বাচন হবে। আমরা জনগণকে বিশ্বাস করি। সরকার একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ।

খবর: বাসস

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি