সব
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলী (৭৮) আর নেই। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বর্ণাঢ্য কর্মজীবনে সর্বশেষ চলতি বছরের আগষ্ট পর্যন্ত ড. আতফুল হাই শিবলী নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপক নাজিয়া খাতুন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বোন। এই দম্পত্তির একমাত্র ছেলে আমেরিকা প্রবাসী।
খ্যাতিমান শিক্ষাবিদ আতফুল হাই শিবলী বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ড. আফতুল হাই শিবলীর গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। তার বাবা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন।
শোক : অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। শোকবার্তায় তিনি প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি